চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলন ও স্বল্প মুল্যে টিসিবির পণ্য পাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমে গেছে সব ধরনের ভোজ্য তেলের বেচাবিক্রি। নিজ হাতে সরিষা ভাঙিয়ে তেল খেতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। হিলি বাজারে ঘুরে দেখা যায়, মুদির দোকানে সব পণ্যের বেচাবিক্রি স্বাভাবিক থাকলেও সব প্রকার তেলে বিক্রি একে বারে কম। তবে তেল ভাঙানোর মিলে লোকের ভিড় সরিষা ভাঙাতে দেখা যায়। আবার টিসিবির পয়েন্টে ভিড় রয়েছে ক্রেতাদের। এবার রমজানে দুইবার টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। সরিষা ভাঙতে আসা আজাহার আলী বলেন, এবার আমি ৫ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। গত বছর থেকে বাজার থেকে আর তেল কিনে খাই না। বাড়িতে আবাদের সরিষার তেল ব্যবহার করি। টিসিবি কিনতে আসা নয়ন হোসেন বলেন, এখানে প্রায় অর্ধেক দামে তেল পাচ্ছি। তাই বাজার থেকে তেল কিনার প্রয়োজন হচ্ছে না। হিলি বাজারের মুদি দোকানদার জামান বলেন, তেলের তেমন কোন বিক্রি নেই। বিশেষ করে রমজান এসে একেবারে তেল বিক্রি বন্ধ। সরিষার আবাদ ভাল হওয়াতে এবং মাসে মাসে টিসিবির পণ্য স্বল্প মুল্যে বিক্রি। এছাড়াও রমজানে এযাবৎ দুই বার টিসিবির পণ্য পাওয়ায় লোকজন আর তেল কিনছেন না। হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, চলতি মৌসুমে এবার হাকিমপুর উপজেলায় ২ হাজার ৪৭০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ৬৪০ হেক্টর জমি। প্রায় ৮০০ থেকে ৯০০ হেক্টর জমিতে বেশি সরিষার করেছে কৃষক। আমরা সরিষা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি। আশা করছি আগামীতে সরিষার আর ফলন বৃদ্ধি পাবে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হাকিমপুর উপজেলায় স্বল্প মুল্যে ১০ হাজার ৫৭১ জন সুবিধাভোগি কার্ড ধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এখানে ৪২০ টাকার প্যাকেজে দুই লিটার সহ ডাল ও চিনি দেওয়া হচ্ছে। রমজানে দুই টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।