বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

সিসিকে মনোনয়ন যুদ্ধে ১০ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা

এম তানজিল হাসান সিলেট সদর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

আগামী ২১শে জুন অনুষ্টিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত এগুচ্ছে ততই মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ বৃদ্ধিপাচ্ছে।ক্ষমতাসীন আওয়ামীলীগের ব্যানারে নির্বাচন করার জন্য ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন হেভিওয়েট প্রার্থী? এরমধ্যে ৯ জন আওয়ামীলীগের বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন এবং একজন আওয়ামীপন্থী ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক রয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রত্যেক প্রার্থীই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত এবং প্রত্যেকের রয়েছে আলাদা বলয়। ইতিমধ্যে নগরীতে বিশাল শোডাউনও করেছেন কয়েকজন নেতা।এরমধ্যে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন গত সপ্তাহে।এমেরিকা থেকে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে পুরো সিলেট নগরীজুড়ে মটর শোডাউন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।এছাড়াও বাকি প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে সামর্থ্য অনুযায়ী শোডাউন-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে বুধবার পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ১০ জন হেভিওয়েট নেতা। এদের মধ্যে আছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্মসম্পাদক এটিএমএ হাসান জেবুল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী এবং ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন আহমদ সেলিম।এদের মধ্যে বুধবার সর্বশেষ মনোনয়নপত্র জমা দেন মাহি উদ্দিন সেলিম। আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী প্রত্যেক নেতাই অবস্থান করছেন ঢাকায়। সূত্রমতে, আগামী শনিবার (১৫ই এপ্রিল) আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে সিলেট মহানগর আওয়ামীলীগের প্রার্থী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com