কেশবপুরে যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসেনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে স্থানিয় পাবলিক ময়দানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, প্রভাত কুমার রায় প্রমুখ। অপরদিকে ১৪ এপ্রিল প্রভাতে উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার আয়োজনে স্থানীয় রক্তকরবী উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক, বাবুর আলী গোলদার, মাসুদা বেগম বিউটি প্রমুখ।