সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সলঙ্গা ইউনিয়নে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সলঙ্গা ইউনিয়ন পরিষদে ২৮৩০ জন সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার,ট্যাগ অফিসার আরমান হোসেন। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার বলেন, অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ইউনিয়নের অসহায় দু:স্থদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়ার মাননীয় সংসদ সদস্য তানভীর ইমামের পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।