বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

সাতকানিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ রাশেদ (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশিয় তৈরি ১০৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।গত(১৪ এপ্রিল)শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিযনের জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকা হতে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়। পুলিশসুত্রে জানাযায়, সাতকানিয়া থানার উপ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়া থানাধীন ১০নং কেঁওচিয়া ইউপিস্থ জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করে দেশিয় তৈরি ১০৫ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ সৈয়দ নুর(৫৫) ও মোঃ আব্দুল শুক্কুর(৪৯)। গ্রেফতারকৃত সৈয়দ নুর কক্সবাজার জেলার চকরিয়া থানার আজিজ নগর হারবাং উত্তর ভিলিজার পাড়ার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে ও শুক্কুর একই থানার হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আজিজনগর কোরবানিয়া ঘোনার মৃত আব্দুর ছোবাহানের ছেলে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও মাদক পাচারের দায়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com