বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক হকারদের মাঝে ঈদ উপহার প্রদান

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক এবং সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতারের আয়োজন করেছে লোহাগাড়া প্রেস ক্লাব। উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ উল্লাহ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা (এও) মুসলেহ উদ্দিন, থানার এসআই নুরুন্নবী প্রমুখ। অনুষ্টানে আলোচনা শেষে প্রধান অতিথি দেবদুলাল ভৌমিক লোহাগাড়ার ৫০ জন সাংবাদিক ও সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্টানে স্বাগত বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মাওলানা আব্দুল জব্বার ফিরোজ। প্রধান অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্টের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্রকে জাতির দর্পণ বলা হয়। আর সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। কাজেই রাষ্টের চতুর্থ স্তম্ভ এবং জাতির বিবেক এ দুইটি বিষয় মাথায় রেখেই আপনাদের কলম চালাতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে আপনাদের কাজ করতে হবে। যে কোন অসংগতিতে সরকারের সমালোচনা করতে পারেন, কিন্তু কোনভাবেই রাষ্টের ক্ষতি করা যাবে না। রাষ্ট্রের যে কোন দুর্যোগ-সংকটে সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে। দেশে স্বাধীনতা বিরোধীদের চলমান নানা চক্রান্তকে যে কোনভাবে প্রতিহত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও বক্তব্যে লোহাগাড়া প্রেস ক্লাবের এমন আয়োজনে ভুয়সী প্রশংসা করেন এবং ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ শ্রী খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, মনির আহমদ আজাদ, ডা : কামাল উদ্দিন, আতাউর রহমান মাসুদ, আরিফুল ইসলাম রিফাত, চট্টবাণীর বিশেষ প্রতিনিধি আরিফুল ইসলাম ও দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মো : তাহমিদ কাউছার, দৈনিক জবাবদিহি প্রতিনিধি হানিফ মোঃ নোমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com