গলাচিপা উপজেলা কমপ্লেক্সে বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে শিশু ছবি ঘরের আয়োজনে, শত শত শিশুদের নিয়ে বর্ষবরণ শুভ ১লা বৈশাখ উপলক্ষে শিশু ছবি ঘরে এক শিশু আনন্দ উৎসবে শিশুদের মাঝে চকলেট, বেলুন বিতরণ, মুখোশ পরে গানের সুরে সুরে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে বৈশাখী লোকজ মেলা ১৪৩০ বঙ্গাব্দ।এ সময় উপস্থিত ছিলেন, ছোট ছোট শিশুদের মা-বাবা, তুরস্ক স্কুলের অধ্যক্ষ ডাক্তার জান্নাতুল নাঈম আইভি, স্কুল পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য ও উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রেসক্লাব সভাপতি, কলামিস্ট ও শিশুপ্রেমী মু.খালিদ হোসেন মিলটন, শিশু ছবি ঘরের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সমাজসেবক মোঃ মাজহারুল ইসলাম মলি, মিঠুন পাল প্রমুখ। শিশু ছবিঘরের সদস্য আবু ছালেহ ফাওজান, মুয়াজ, প্রতিষ্ঠাতার নাতি মহান, ফাহিম মোর্শেদ সহ গরিব অসহায় পথকলি ছোট ছোট শিশুরা আনন্দে উদ্ভাসিত করে শিশু ছবি ঘরের আঙ্গিনা। শিশুদের নিয়ে এই প্রথম গলাচিপা উপজেলায় উৎসব করায় উপজেলা চেয়ারম্যান মু. শাহিন ও মেলা উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহুরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী সহ সাংস্কৃতিক ব্যাক্তবর্গ এই আয়োজনকে স্বাগত জানায়।