সোমবার, ২০ মে ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মসজিদের ভিত্তি প্রস্তর করেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি মসজিদ আছে। দীর্ঘদিন যাবৎ মসজিদটি জরাজীর্ণ অবস্থায় ছিল। তাছাড়া মসজিদটিতে মুসল্লী সংকোলানও খুব একটা হচ্ছিল না। তাই বিষয়টি স্থানীয় সাংসদসহ ঊর্ধতন সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে অনুমানিক প্রায় দেড় কোটি টাকা (সম্ভাব্য) বাজেটে দ্বিতল ভবন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমন (পিপিএম), উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন করেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার নাগরী, তুমলিয়া ও বক্তারপুর ইউনিয়নের গরীব-দুঃখীদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com