রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

আবারো বিজেপিতে ফিরছেন মুকুল!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ভারতের রাজধানী দিল্লিতে গেলেন পশ্চিমবঙ্গের আলোচিত রাজনীতিবিদ মুকুল রায়। সোমবার রাতেই তিনি দিল্লি পৌঁছেছেন। তার এই দিল্লি গমন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তিনি আবারো বিজেপিতে যোগ দিচ্ছেন বলে কেউ কেউ মনে করছেন। অবশ্য মুকুলের ছেলে শুভ্রাংশু রায় বাবার ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে দু’টি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে শুভ্রাংশুর দাবি, হঠাৎই ‘লাপাত্তা’ হয়ে গিয়েছেন তার বাবা। তবে দিল্লির রাজনৈতিক বৃত্তে যারা ঘোরাফেরা করেন, তাদের একাংশের সূত্রে জানা গেছে, ‘লাপাত্তা’ নন, নিজের ইচ্ছাতেই সোমবার সন্ধ্যার বিমানে কলকাতা থেকে রাজধানী পৌঁছেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল। তার দিল্লি-যাত্রার বিমানের টিকিটও কলকাতাভিত্তিক একটি পত্রিকার হাতে এসেছে। কেউ কেউ বলছেন, তিনি চিকিৎসার কারণে দিল্লি গিয়েছেন। অন্য একটা অংশের মতে, তার দিল্লি-যাত্রা একেবারেই রাজনৈতিক। মুকুল-ঘনিষ্ঠ এক জনের কথার প্রেক্ষাপটে এমন প্রশ্নও উঠছে, তবে কি তিনি বিজেপিতে ফিরে যাবেন? সব মিলিয়ে অসুস্থ শরীরে মুকুলের এই দিল্লি-যাত্রা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও মুকুলের দিল্লি-যাত্রার কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। এ নিয়ে মুকুলের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে যোগাযোগ করা সম্ভব হয়নি। চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি শুভ্রাংশুর সঙ্গেও। সোমবার রাতে এয়ারপোর্ট ও বীজপুর থানায় মুকুলের ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগ দায়ের করেন শুভ্রাংশু। আচমকা মুকুল ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার এই অভিযোগে তৎপর হয় পুলিশ। তবে রাতেই জানা যায়, সোমবার সন্ধ্যার বিমানে দিল্লি গিয়েছেন মুকুল। গত মার্চ মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে মুকুলের। চিকিৎসকদের পরামর্শ মেনে মাথায় ‘চিপ’ বসানো হয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই অন্তরালে রয়েছেন মুকুল। সেই তিনি অসুস্থ অবস্থায় দিল্লি যাওয়ায় জল্পনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বৃত্তে। মুকুল কি আবারো বিজেপিতে ফিরছেন? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে মুকুলের দিল্লি-যাত্রা নিয়ে। কারো কারো মতে, দিল্লির এমসে চিকিৎসা করাতে রাজধানী গিয়েছেন অসুস্থ মুকুল। জানা গিয়েছে, মুকুলের দিল্লি-যাত্রায় সাথে গিয়েছেন তারই দুই বিশ্বস্ত ব্যক্তি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ১১ জুন বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূলে ফিরে যান মুকুল ও তার পুত্র শুভ্রাংশু। পুরনো দলে ফিরে গেলেও আগের মতো আর রাজনীতিতে সক্রিয় নন তিনি। তৃণমূলে যোগদানের পর তাকে বিধানসভার ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ (পিএসি)-র চেয়ারম্যানও করা হয়েছিল। কিন্তু অল্প দিনেই ওই পদ ছেড়ে দেন তিনি। তার পর থেকেই অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতিতে দেখা যেত না মুকুলকে। তবে রাজধানীর রাজনৈতিক বৃত্তে ঘোরাফেরা করা ওই সূত্রের দাবি, মঙ্গলবার বিজেপির এক শীর্ষ নেতার সাথে দেখা হতে পারে মুকুলের। কারণ, তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেও, এখনো তিনি কৃষ্ণনগর উত্তরের ‘বিজেপি বিধায়ক’। তাদের মতে, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। যেমনভাবে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেভাবেই আবার বিজেপিতে ফিরতে পারেন তিনি। আর জল্পনার এই আগুনে ঘি দিয়েছেন তারই এক ঘনিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির কথায়, ‘দাদার প্রিয় খেলা ক্রিকেট। এই টি২০-র জমানাতে টেস্টকেই আসল ক্রিকেট বলে মনে করেন তিনি। বলেন, পিচে টিকে থাকতে হবে। রান নিজে থেকেই আসবে। দাদা হয়তো একটু বিরতির পর নতুন ইনিংস খেলার প্রস্তুতি নিচ্ছেন। যাতে লম্বা ইনিংস খেলতে পারেন।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com