নওগাঁর বদলগাছীতে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জরুরি সেবা সহজীকরনে ভেটেরিনারি মেডিকেল বিভাগ চালু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক এর কর্মস্পৃহা এবং নবউদ্যোমে টিম ওয়ার্কের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সার্রক্ষনিক সেবা পৌঁছানোর একটি প্রয়াস এটি। এই সেবা সহজীকরনে ছুটির দিনেও জনগন তার গৃহপালিত প্রাণীর চিকিৎসা সেবা পাবে বিনামূল্যে। ছুটির দিনে উপকারভোগী এসে অফিসের সামনে লটকানো নম্বরে কল করলেই সেবাদানকারী উপস্থিত হয়ে যাবে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর প্রচেষ্টায় এই দপ্তরে প্রাণিসম্পদের আলট্রাসনোগ্রাম, অপারেশন থিয়েটার, শেড স্থাপন সহ আরো উন্নয়ন মূলক কর্মকা- চলমান রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের সেবা সহজ করাই আমাদের দায়িত্ব। জনগণ কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীর নিকট থেকে সহজে সেবা গ্রহন করতে পারে সেজন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।