বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

জামালপুরের মেলান্দহে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের ভরনপোষণ না দেওয়া ও জমি লিখে নেওয়ার অভিযোগ!

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

জামালপুরের মেলান্দহ থানায় ছেলের বিরুদ্ধে ভরনপোষণ না দেওয়া ও প্রতারনা করে জমি লিখে নেওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন এক মা। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মেলান্দহ থানায় হাজির হয়ে এ লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী মা মেলান্দহ থানাধীন পচাবহলা দরবারশাহী এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী কোকিলা বেগম(৬০) অভিযুক্ত ছেলে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ইউনুছ আলী(২৫) ভুক্তভোগী মা কোকিলা বেগম জানান, কয়েক মাস আগে তার চোখের সমস্যার সুযোগ নিয়ে তার ছোট ছেলে ভুলভাল বুঝিয়ে প্রতারনা করে জমির দলিলে টিপসই নিয়ে তার অংশের জমি লিখে নেয়। এর কিছুদিন পর জমি লিখে নেওয়ার বিষয়টি অপর দুই ছেলে জানতে পারলে তাকে ভরনপোষণ খোজ নেওয়া বাদ দিয়ে দেয়। এদিকে জমি লিখে নেওয়া ছেলেটিও এখন তার ভরনপোষণ খোঁজ-খবর নিচ্ছেনা। এ নিয়ে গত (২০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০-টা দিকে প্রতারনা করে লিখে নেওয়া জমি ফেরত ও ভরনপোষণের কথা বলতে গেলে অভিযুক্ত ছেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় স্থানীয়রা গালমন্দ করতে বারন করলে অভিযুক্ত আরো ক্ষিপ্ত হয়ে আক্রমনের চেষ্টা করে। এমতাবস্থায় তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন বলেও জানান। এ বিষয়ে অভিযুক্ত ছেলে ইউনুসের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি মেলান্দহ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com