গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দেওরা এলাকায় একটি হতদরিদ্র অসহায় পরিবার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তিতে বসতভিটা করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। কিছুদিন পূর্বে ঘর টি মেরামত করতে গেলে স্থানীয় ভূমিদস্যু শরীফ গংরা ভুক্তভোগী ইউনুস আলীর পরিবারের উপর নির্মম নির্যাতন শুরু করে তাদেরকে বসতভিটা ছেড়ে যেতে হবে নতুবা তাকে টাকা পয়সা দিতে হবে এমন ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী ইউনুস আলী টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের আইনগত পুলিশের পক্ষ থেকে , কোন সমাধান না পেয়ে ভুক্তভোগী ইউনুস আলী গাজীপুর মহানগর মুখ্য হাকিম আদালতে একটি লিখিতপিটিশন মোকদ্দমা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ১৪৫ ধারায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভূমিদস্যুরদের সাথে আঁতাত করে উল্টো ভুক্তভোগী পরিবারকে বসতভিটা ছেড়ে যেতে বলেন, বর্তমানে বসতভিটা ছেড়ে দিয়ে অসহায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের প্রকৃতপক্ষে জমির মালিকানা থাকা সত্ত্বেও আমাদেরকে বসতভিটা থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের কোথাও থাকার জায়গা নেই বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছি। তাই প্রশাসনে উদ্ধতন কর্তৃপক্ষের ও মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি ভূমিদস্য সন্ত্রাসী শরিফ গংদের হাত থেকে রক্ষা পেতে আইনের সহযোগিতা কামনা করছি।