আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবেনা বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির সাংসদ, ১৪ দলীয় জোট নেতা ও বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের পঞ্চম দিন বুধবার সকাল থেকে মাইজভা-ার দরবার শরীফস্থ এমপির নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ নেতা-কর্মী, মেয়র-কাউন্সিলর ও চেয়ারম্যান-মেম্বারসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ১৪ দলীয় জোট নেতা ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি। ঈদের পঞ্চম দিন বুধবার সকাল থেকে মাইজভা-ার দরবার শরীফস্থ এমপির নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার ১৮ ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে কয়েক হাজার নেতা-কর্মী। তন্মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউপি চেয়ারম্যান সমিতি, ফটিকছড়ি ইউপি মেম্বার এসোসিয়েশন নেতৃবৃন্দ ফুল দিয়ে এমপি নজিবুল মাইজভা-ারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দুই থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা এমপির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের হাজারো নেতা-কর্মীর বহর নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো মাইজভা-ার এলাকা। এদিকে, ঈদ শুভেচ্ছা বিনিময়ে আগত ৫ হাজারের অধিক অতিথি ও নেতা-কর্মীকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী দিয়ে আপ্যায়ন করেন সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি। দিনব্যাপী এ ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমপির সাথে সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক জানে আলমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান টিটু, উপজেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর আলম, নাজিরহাট পৌর আহ্বায়ক মোঃ শাহজালাল, প্রতিটি পৌরসভার কাউন্সিলর এবং ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষের সমাগমে এমপি ভান্ডারীর বাড়ীতে বহুদিন পর মিলন মেলায় পরিণত হয়েছে।