তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার টেলিভিশনে একটি সরাসরি সাক্ষাৎকারের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুষ্ঠান শেষ না করেই চলে আসতে হয় তাকে। এরপর একটি নির্ধারিত নির্বাচনী প্রচারণা সমাবেশও বাতিল করতে হয়েছে তাকে। পরে জানানো হয় যে, তিনি পেটের সমস্যায় ভুগছেন। তবে সমস্যা গুরুতর কিনা তা স্পষ্ট করা হয়নি।
আরব নিউজের খবরে জানানো হয়েছে, মঙ্গলবার টেলিভিশনে সাক্ষাৎকার দিতে আসেন এরদোগান। নির্ধারিত সময়ের ৯০ মিনিট আগেই শুরু হয় এই অনুষ্ঠান। এরপর মাত্র ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই বিজ্ঞাপন শুরু হয় চ্যানেলটিতে। প্রায় ১৫ মিনিট পর আবারও ফিরে আসেন এরদোগান এবং সকলের কাছে ক্ষমা চান। তিনি বলেন, গত দুই দিনে আমাকে প্রচুর কাজ করতে হয়েছে। এ কারণে আমি স্টোমাক ফ্লুতে ভুগছি। আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও এরপর খুব দ্রুতই অনুষ্ঠান শেষ করে দেয়া হয়। এর পর বুধবার কেন্দ্রীয় আনাতোলিয়ান প্রদেশে তিনটি নির্বাচনি প্রচার ক্যাম্পেইন বাতিল করেন এরদোগান। তার বদলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে ওই ক্যাম্পেইনগুলোতে যোগ দেন। পরে এরদোগান জানান, বুধবার সারা দিন বিশ্রাম নেন এবং বৃহস্পতিবার আবারও নিজের স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন এরদোগান। ৬৯ বছর বয়স্ক এরদোগানকে সাধারণত অসুস্থ হতে দেখা যায় না। ২০১২ সালে একবার অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। কিন্তু এটি ছাড়া তিনি দারুণ স্বাস্থ্য উপভোগ করছেন। এরদোগান প্রায় দুই দশক ধরে তুরস্কের ক্ষমতায় আছেন। আবারও ক্ষমতায় ফিরতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি। কিন্তু জরিপে দেখা যাচ্ছে তিনি তার প্রধান বিরোধী নেতা কামাল কিলিচদারোগ্লু থেকে কিছুটা পিছিয়ে আছেন।