সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না: আইজিপি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল শুক্রবার দুপুরে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর মা–বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সিটি নির্বাচন নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা এর আগে অনেকগুলো নির্বাচন করেছি। নির্বাচন দীর্ঘদিন ধরে করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের (ইসি) অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।’
সিলেট প্রসঙ্গে আইজিপি বলেন, সিলেট তাঁর নিজের বিভাগ ও নিজের শহর। এখানে আসতে তাঁর ভালো লাগে। দায়িত্ব ও নিজের প্রয়োজনে তিনি সিলেটে আসেন। সিলেটের মানুষ সব সময় আন্তরিক। অতিথিদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। এ ঐতিহ্যের কারণে সিলেটে মানুষ সব সময় আসেন। সিলেটে যাঁরা চাকরি করেন, তাঁরা চলে গেলেও আতিথেয়তার কারণে সারা জীবন মনে রাখেন। সিলেটের মানুষের সম্পর্ক সবাইকে আকর্ষণ করে।
শরীয়তপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে
এ সময় আইজিপির সঙ্গে সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি নির্বাচনের আগমুহূর্তে তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট আসেন আইজিপি। আজ ও আগামীকাল সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুরে, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com