কবিতা বাংলাদেশে ঈদ আয়োজনে কবি আল মুজাহিদী
কবিতা বাংলাদেশের সভাপতি কবি আল মুজাহিদী বলেন, ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই কবিতা রচনা করতে হবে। তিনি গত ২৮ এপ্রিল কবিতা বাংলাদেশ আয়োজিত ‘ঈদ পরবর্তী পুনর্মিলন ও ঈদের কবিতা পাঠ’ অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে এ কথে বলেন। স্বাগত বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। ঈদের কবিতা বিষয়ে আলোচনা রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. ইয়াহইয়া মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম, জাহেদুর রহমান চৌধুরী, মীর ইশরাত জাহান। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সভাপতি কবি মোশাররফ হোসেন খান।
বক্তারা বলেন,ঈদ মানেই ত্যাগের নজরানা, মানবিক মূল্যবোধের প্রশিক্ষণ। ঈদ আসে ভালোবাসা ও সৌহাদ্য শিক্ষা দেবার জন্য। মূলত সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার শিক্ষা পাওয়া যায় ঈদ সংস্কৃতি থেকে। প্রতিটি বিশ্বাসী কবি নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই কবিতা রচনা করবেন। দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে লেখালেখি করলেই কেবল দুনিয়া ও আখিরাতে সমানভাবে সম্মানিত হওয়া যায়।
কবিকণ্ঠে কবিতা পাঠের বিষয়টি ছিলো মুখ্য। অনুষ্ঠানে লেখা পাঠে অংশগ্রহণসহ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত রেখেছেন- কবি ইব্রাহিম মন্ডল, শহীদ সিরাজী, বাছিত ইবনে হাবিব, হারুন ইবনে শাহাদাত, ড. ফজলুল হক তুহিন, রাজু ইসলাম, নাজমুল আনসারী, শাহজাহান মুহাম্মদ, ইয়াকুব বিশ্বাস, বদরুল আমিন চৌধুরী, শেখ আবদুল মান্নান, ওয়াহিদ আল হাসান, সৈয়দ রুহুল আমিন, আখতার ইবনে জওহর, মুন্সী আবদুল কাদির, সানজিদা সারবিন তুহিন, মতিউর রহমান খান, মির্জা নূরুন্নবী নূর, হাসান নাশিদ, সরদার মুক্তার আলী, জুবাইদা কাঁকন, মঞ্জিলা শরীফ, আর কে শাব্বীর আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, হেলাল মাহদী, রেজাউল করিম, আব্দুল গফুর, জাকিয়া সুলতানা, আজিজ হাকিম, মুহাম্মদ নূরুল্লাহ, চৌধুরী রাহাত, জাকির হোসাইন, এনামুল হক, ফিরোজ আলম, সালেকুর রহমান স¤্রাট প্রমুখ। ঈদের গান পরিবেশন করেন শিল্পী মিরাদুল মুনীম। এছাড়াও কবিতাপ্রেমিক অতিথি ও সুধিজন অনুষ্ঠানকে ঈদের আমেজে মুখরিত করে রাখেন। কবি নাঈম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় পুরো অনুষ্ঠান জুড়ে চলে বাংলাদেশ ও দেশের বাইরে থেকে অংশ নেয়া কবিদের স্বরচিত কবিতা পাঠ।