বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার সময় ১০ জেলে আটক ঃ ট্রলার জাল ও কাঁকড়া ধরার চাই জব্দ

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি শরণখোলা :
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলারচর এলাকায় বুধবার (৩ মে) সকালে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার সময় ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ট্রলার জাল ও বিপুল পরিমাণ কাকড়া ধরার চাই জব্দ করা হয়েছে। আটক জেলেদের মধ্যে শরণখোলার মালিয়া রাজাপুর গ্রামের আসাদুল, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মন্টু, বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ওমর ফারুক গাজী, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের জাফর পেয়াদা এবং পাথরঘাটার রুহিতা গ্রামের কামাল কাজীর নাম জানা গেছে। আটক জেলেদের কাছ থেকে ৩টি ইঞ্জিন চালিত নৌকা, ৪টি ডিঙি নৌকা, ৬টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল, বিপুল পরিমান কাঁকড়া ধরা বাঁশের তৈরী চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করেছে বনরক্ষীরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে। আটক জেলেদের কাছে বনবিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি। তারা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরছিলেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com