আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ সংসদীয় আসনের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময় করেছেন। বুধবার (৩ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা, মাইটকুমড়া, লোহাগড়া চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। মতবিনিময় ও গণসংযোগকালে অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন. নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ১৯৯১ সাল, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার কারণে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ও প্রতীকে ভোট দিতে পেরেছিলেন।বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না। বর্তমান সময়ে ‘চাল, ডাল, চিনি, তেল, সার, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। এসব কারণে আওয়ামী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এছাড়া সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আটকে রেখেছে।খালেদা জিয়া ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, হামলা-মামলাকে ভয় পাবেন না। আপনাদের বিরুদ্ধে কোন মামলা হলে বিনা খরচে আপনাদের পক্ষে আমি আইনী লড়াই চালিয়ে যাবো। এ সময় হাতে হাত রেখে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন। বিভিন্ন জায়গায় গণসংযোগ ও মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময়কালে জেলা বিএনপির সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, আসাদুজ্জামান, যুগ্মসম্পাদক খোরশেদ তৌহিদ সোহেল, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, নড়াইল পৌর বিএনপির সদস্য সচিব রেজা খবির, নড়াইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সেক্রেটারি ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সালেহা বেগম, যুবদল নেতা ও লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান এস,এম শাহীন বিপ্লব, মিন্টু, এনপিপি’র লোহাগড়া উপজেলা সভাপতি মো: হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক বদিয়ার রহমান মোল্যা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা, বদিয়ার রহমান, মিন্টু সর্দার, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সুজন শেখসহ বিএনপি ও সমমনা জোটের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া, পাজারখালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ফরিদুজ্জামান ফরহাদ। উল্লেখ্য,বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।