শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

মনোহরদীতে ব্রীজ ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে এলাকাবাসী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

নরসিংদীর মনোহরদীতে ব্রীজ ভেঙ্গে পড়ায় চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। উপজেলার বড়চাঁপা ইউনিয়নে চালাকচর হতে শিমুলতলী রাস্তায় নির্মিত ব্রীজটির ভেঙে পড়ায় কয়েকটি ইউনিয়নের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। এতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের। সিবিএফ ও বিবিএফ ব্রিকফিল্ডের অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক চলাচলের কারণেই ব্রীজটি ভেঙ্গে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রতিদিন এ সড়কে শতাধিক সিএনজি, ব্যাটারীচালিত রিকসা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচল করে। কিন্তু ব্রীজটি ভেঙে যাওয়ায় বন্দ হয়ে গেছে এসব যানবাহন চালকের আয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বাজারের হাজার শিক্ষার্থী ও পথচারী নিয়মিত চলাচল করে এ ব্রীজ দিয়ে। বর্তমানে ব্রীজটির এহেন পরিস্থিতিতে এসব পথচারীরা পড়েছে সীমাহীন বিড়ম্বনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২ মে) ৩০ বছর আগে নির্মিত হয়েছিল এই ব্রীজটি। বর্তমানে অতিরিক্ত যান চলাচল এবং সিবিএফ ও বিবিএফ ব্রিকফিল্ডের অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক চলাচলের কারণেই ব্রীজটি ভেঙ্গে যায়। তাদের অভিযোগ এই পুরনো ব্রীজের উপর দিয়ে এই ব্রিকফিল্ডের যাবতীয় কাচামাল সরবরাহ না করতে এলাকার লোকজন বিভিন্ন সময় বাধা দিলে ও কোন প্রকার প্রতিকার হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বড়চাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সুলতান উদ্দীন বলেন, ব্রীজটি ভেঙে পড়ার পর চরম দূর্ভোগে পড়েছে এই এলাকাসহ বেশ কয়েকটি ইউনিয়নের পথচারী ও যান চালকরা। ব্রীজটি পুনর্র্নিমাণের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জানিয়েছি। আশা করছি দ্রুততার সঙ্গে সমাধান হবে। মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ব্রীজটি পরিদর্শনে গিয়েছিলাম। যেহতেু ব্রীজটি সম্পূর্ণরুপে ভেঙ্গে গেছে, তাই এটা আর সংস্কার করার কোন সুযোগ নাই। ব্রীজটি নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহতি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com