বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

ফটিকছড়ির সুন্দরপুর ছাত্রলীগ ও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলন

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ ও শেখ রাসেল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে তৃনমুল কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলন হয়েছে। ৫ মে শুক্রবার সুন্দরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রিসাদ উদ্দিন সাহেদের সভাপতিত্বে এই তৃনমুল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মোঃ সালাউদ্দিন। সুন্দরপুর শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরপুর যুবলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ, মির্জা হাসানুল করীম রুবেল, আফাজ উদ্দিন তুহিন। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আরিফ, আরমান, যুবলীগ নেতা, ইমন, মন্জু, শাহজাহান, মনসুর, ছাত্রলীগ নেতা আকাশ, সজিব, হাসান, হেলালসহ অনেকে। এসময় বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com