জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ঃ০০ টায় উপজেলা দরবার হলে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় নির্দেশনা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পাবলিক স্থান ,সকল পরিবহন, স্কুল-কলেজ, সিনেমা হল প্রভৃতি স্থানে প্রকাশ্যে ধূমপান বন্ধ বা প্রতিকারের লক্ষে সকল সরকারি কর্মকর্তা পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রজেক্টর এর মাধ্যমে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০৪১ সালের মধ্যে তামাক নিয়ন্ত্রণ সহ ধূমপান নিরাসনে সামাজিক আন্দোলনে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সর্দার মু. শাহ আলম, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, চরবিশ্বাস ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুল, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সোহাগ রহমান প্রমুখ।