নওগাঁর বদলগাছীতে চলতি ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ইরি-বোরো ধান কর্তন উৎসব-১৪৩০ এর শুভ উদ্বোধন হয়েছে। বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা সদর ইউনিয়নের হাপুনিয়া (মাসিমপুর) গ্রামের ধান মাঠে সোমবার সকাল ১১ টায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ইরি -বোরো ধান কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুখালেদ বুলু, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মন্ডল,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকগণ উপস্থিত ছিলেন। এই কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে একজন কৃষক অতি অল্প সময়ে, অল্প খরচে অধিক জমির ফসল কর্তন এবং মাড়াই করতে পারবে বলে কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান।