বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

শরণখোলার লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩

শরণখোলার লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮মে) সকাল ৮টার দিকে সিপিজি সদস্যরা উপজেলার বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান, খবর পেয়ে তারা কয়েকজন সদস্য শাহ আলমের বাড়ির পাশের একটি ঝোপ থেকে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা। অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগী খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। সকাল ১০টার দিকে অজগরটিকে রেঞ্জ অফিসের পাশের বনে ছেড়ে দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com