বাড়ির ছাদে ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিমান। সাথে সাথে মৃত্যু হলো ওই বাড়ির তিন সদস্যের। আপাতত সুস্থ থাকলেও সামান্য আহত হয়েছেন বিমানের পাইলট। গতকাল সোমবার সকালের এ দুর্ঘটনায় ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় বিমান বাহিনীর আরেকটি হেলিকপ্টার। জানা যায়, সোমবার সকালে মহড়া দেয়ার জন্য রাজস্থানের সুরতগড় থেকে উড়েছিল বিমান বাহিনীর যুদ্ধবিমানটি।
হনুমানগড়ের পুলিশ সুপার সুধীর চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি ঘটে বহ্লোলনগরে। মিগ-২১ যুদ্ধবিমানটি তার মহড়ার শেষ পর্যায়ে ছিল তখন। আচমকাই সেটি ভেঙে পড়ে বহ্লোলনগরের একটি বাড়ির ছাদে। সাথে সাথেই ছাদ ভেঙে মৃত্যু হয় ওই বাড়ির বাসিন্দা দুই নারীর। গুরুতর জখম হন ওই পরিবারের এক পুরুষ সদস্যও। পরে তিনিও মারা যান। উল্লেখ্য, এর আগেও একাধিকবার মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের মধ্যেই সমস্ত মিগ বিমান বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী কর্তৃপক্ষ। সূত্র : এনডিটিভি ও সংবাদ প্রতিদিন