বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে নিঃস্ব ৪ পরিবারের পাশে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সোনাইমুড়ীতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) জীবিকা উন্নয়ন কেন্দ্র উপলক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নে কোটবাড়িয়া বালিয়া বাড়িতে রবিবার সন্ধ্যায় বিদ্যুতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে নিমিষেই ৪টি পরিবারের ৮টি বসতঘর পুড়ে চাই হয়ে যায়। এ অগ্নিকা-ে নিঃস্ব হয়ে গেছেন পরিবার গুলো এ সময় আগুনে নিঃস্ব হয়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে পরিবার গুলোকে। তাদের এমন খারাপ সময় পাশে দাঁড়ালেন জীবিকা উন্নয়ন কেন্দ্র একটি জীবিকা ও মানব উন্নয়ন কার্যক্রম সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজিডএম) ৪ পরিবারের মাঝে শাড়ী-থ্রি- পিস ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (১০ মে) জীবিকা উন্নয়ন কেন্দ্র সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সিজেডএম এর উদ্যোগে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নে অগ্নিকা- ক্ষতিগ্রস্তের বাড়িতে সোনাইমুড়ী উপজেলার প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান, ও সোনাপুর এরিয়া ম্যানেজার আব্দুল হাই এই শাড়ী -থ্রি পিস খাদ্যসামগ্রী বিতরণ করেন। সরেজমিনে গিয়ে, অগ্নিকা-ে ক্ষতি গ্রস্তদের মাঝে ৫ হাজার টাকার একটি প্যাকেজ করে প্রতি পরিবারকে একটি প্যাকেজ দেওয়া হয়। যেমন চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, লবণ, আলো, হাড়ি পাতিল চামচ পেলেট জগ, মগ, বল, শাড়ী, থ্রি- পিসসহ, বিভিন্ন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সোনাইমুড়ী জীবিকা উন্নয়ন কেন্দ্র সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রোগ্রাম এর ম্যানেজার মিজানুর রহমান। এ বিষয়ে উপজেলার প্রোগ্রাম এর ম্যানেজার মিজানুর রহমান, কোয়ালিটি টিভি প্রতিনিধি আবু বকর ছিদ্দিককে বলেন, জীবিকা উন্নয়ন কেন্দ্র একটি জীবিকা ও মানব উন্নয়ন কার্যক্রম। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত আদায়ের কাজটি মুসলমানদের উপর একটি বাধ্যতামূলক দায়িত্ব ও ফরজ। সেন্টার পর যাকাত ম্যানেজমেন্ট নিঃস্ব ও বঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত একটি সামাজিক প্রতিষ্ঠান। এছাড়াও সিজেটএম সমাজে যাকাত সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষে কর্মশালা, সেমিনার, রাউন্ড টেবিল, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রধানের পাশাপাশি নানা ধরনের প্রচারণা ও উদ্বুদ্ধমৃলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকি আমরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com