শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী। গতকাল শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তার। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। শুক্রবার ভোর সাড়ে ৫টায় এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
কল্যাণী কাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীতজগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com