শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম ::
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে গীতিকার আব্দুল কাদির হাওলাদার ইন্তেকাল

মাত্র ৯ মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

দিনরাত অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার করে চমক লাগিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম। মাত্র ৯ মাসে তিনি যে পরিমান মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, ইতিপুর্বে কোন অফিসার তা করতে পারেনি। মাদক ব্যবসায়ীদের আতংকের নাম যেন ওসি এরশাদুল আলম। তার নেতৃত্বে প্রতিনিয়ত চলছে মাদক বিরোধী অভিযান। এ কারনে অতীতের তুলনায় অনেক কমে গেছে মাদক ব্যবসা। ওসির ভয়ে চোরা কারবারীরা দিয়েছে গাঁ ঢাকা। মাদক কারবার কমে যাওয়ায় সাধারন জনগনও খুব খুশী ওসির উপর। ওসি এরশাদুল আলম গত ১৯জলাই/২০২২ ইং তারিখে সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি মাদক মুক্ত করার জন্য বিভিন্ন্ বিটপুলিশিং ও সুধী সমাবেসে জনগনের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন।তারই ধারাবাহিহকতায় পুলিশ সুপার মহোদ্বয়ের দিক নির্দেশনায় শাড়াশী অভিযান পরিচালনা করেন। প্রতিনিয়ত অভিযানে উদ্ধার করতে থাকেন মাদক এবং গ্রেফতার করতে থাকেন চোরাকারবারীদের।তার আতংঙ্কে মাদক কারবারীরা গাঁ ঢাকা দিতে শুরু করেন। কিন্তু তার সুকৌশলী অভিযানে একে একে ধরা পড়ে মাদক কারবারীরা এবং উদ্ধার হয় বিপুল পরিমান মাদক। ১৯ জুলাই/২২ইং তারিখ হতে ৩০মার্চ/২০২৩ইং তারিখ পর্যন্ত মাত্র ৯ মাসে তিনি উদ্ধার করেন বিপুল পরিমান মাদক ও গ্রেফতার করেনমাদক ব্যবসায়ীদের। গত ৯ মাসে তার অভিযানে উদদ্ধার কৃত মাদক এবং গ্রেফতার কৃত আসামীর সংখ্যা নি¤েœ উল্লেখ করা হইল। জুলাই/২২ মাসে মাদক মামলার সংখ্যা-১২টি,মাদক মামলায় উদ্ধার করা হয়েছে গাজা ১১ কেজি ৮৫০ গ্রাম,ফেন্সিডিল ১৯৩ বোতল, জিডিমুলে মাদক উদ্ধার ২কেজি ৯শ গ্রাম, মাদক মামলায় আসামী গ্রেফতার ১৫ জন,নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ৩১জন, অন্যভাবে গ্রেফতার ২জন, সর্বমোট আসামী গ্রেফতার ৪৮জন, ওয়ারেন্ট তামিল ৮৩টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১৮টি। আগষ্ট/২২ মাসে মামলার সংখ্যা ১৬টি, মাদক মামলায় উদ্ধার করা হয়েছে গাজা ২৭কেজি ৫০০ গ্রাম, ফেন্সিডিল ২২৮ বোতল এবং ইয়াবা ২৪০পিচ, জিডি মুলে মাদক উদ্ধার গাজা ৮কেজি ২শ গ্রাম, ইয়াবা ১১৪পিচ, মাদক মামলায় আসামী গ্রেফতার ২৪জন, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ২৩জন, সর্বমোট গ্রেফতার ৪৭জন ওয়ারেন্ট তামিল ১৩২টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ২৩টি। সেপ্টেম্বর/২২ মাসে মাদক মামলার সংখ্যা ২০টি, মাদক মামলায় উদ্ধার করা হয়েছে গাজা ৪৮ কেজি ৩শ ২০ গ্রাম, ফেন্সিডিল ৩৮১বোতল, ইয়াবা ৬৭০পিচ, হিরোইন ১৪ গ্রাম, বিদেশী মদ ৪বোতল, জিডিমুলে মাদক উদ্ধার গাজা ৫কেজি ৬শ গ্রাম, মাদক মামলায় আসামী গ্রেফতার ২৯ জন নিয়মিত মামলায় ৩৬ জন, অন্যভাবে গ্রেফতার ৪জন, মোট ৬৯জন, ওয়ারেন্ট তামিল ১৫৩টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১২টি। অক্টোবর/২২ মাসে মাদক মামলার সংখ্যা ৮টি মাদক মামলায় উদ্ধার করা হয়েছে গাজা ১২কেজি ৫শ গ্রাম, ফেন্সিডিল ২০ বোতল, ইযাবা ৯৫১ পিচ, ট্যাপেন্ডাডল ৫পিচ, জিডিমুলে গাজা উদ্ধার ৯শ গ্রাম, মাদক মামলায় আসামী গ্রেফতার ৯ জন, নিয়মিত মামলায় আমামী গ্রেফতার ৩৫জন, অন্যভাবে ১জন মোট ৪৫জন ওয়ারেন্ট ৮৭টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১১টি। নভেম্বর/২২ মাদক মামলার সংখ্যা ২০টি, মাদক মামলায় উদ্ধার করা হয়েছে গাজা ৯১কেজি ৭শ ৫০ গ্রাম, ইয়াবা ১৮০পিচ, ট্যাপেন্ডাডল ৬পিচ, মাদক মামলায় আসামী গ্রেফতার ২৯ জন, নিয়মিত মালায় আসামী গ্রেফতার ১৭জন, অন্যভাবে ১জন, মোট ৪৭জন, ওয়ারেন্ট তামিল ১১৫টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ২৩টি। ডিসেম্বর/২২ মাদক মামলার সংখ্যা ১৪টি, মাদক মামলায় উদ্ধারকৃত মাদকের পরিমান, গাজা ৮ কেজি ৫০ গ্রাম, ফেন্সিডিল ১২৮ বোতল, ইয়াবা ৪৫৬পিচ, জিডিমুলে মাদক উদ্ধার ১ কেজি ৮শ গ্রাম, মাদক মামলায় আসামী গ্রেফতার ১৭জন, নিয়মিতি মামলায় আসামী গ্রেফতার ৩৫জন, অন্যভাবে ১ জন, সর্বমোট গ্রেফতার ৫৩জন, ওয়ারেন্ট তামিল ১০৩টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১৭টি। জানুয়ারী/২৩ মাসে মাদক মামলার সংখ্যা ১০টি, মাদক মামলায় উদ্ধারকৃত মাদকের পরিমান গাজা ২০কেজি ৮শ ৮০ গ্রাম, ফেন্সিডিল ৯৬ বোতল, ইয়াবা ৬৫৮পিচ, ট্যাপেন্ডাডল ২০ পিচ, জিডিমুলে মাদক উদ্ধার গাঁজা ১ কেজি ৮শ গ্রাম, মাদক মামলায় আসামী গ্রেফতার ২৭জন, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ৩৭জন, অন্যভাবে ৩জন, সর্বমোট গ্রেফতার ৬৭জন, ওয়ারেন্ট তামিল ৯৮টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১১টি। ফেরুয়ারী/২৩ মাসে মাদক মামলার সংখ্যা ১৯টি, উদ্ধার কৃত মাদকের পরিমান গাঁজা ২২ কেজি ৭শ গ্রাম, ফেন্সিডিল ৪৬ বোতল, ইয়াবা৩৫৮পিচ, ট্যাপেন্ডাডল ১১৯পিচ, বিদেশী মদ ৩ বোতল। জিডিমুলে মাদক উদ্ধার ফেন্সিডিল ১৩ বোতল, স্ক্যাফ ৪ বোতল, বিদেশী মদ ৬ বোতল। মাদক মামলায় আসামী গ্রেফতার ২৪ জন। নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ২৯ জন, অন্যভাবে ৫জন, সর্বমোট গ্রেফতার ৫৮জন, ওয়ারেন্ট তামিল ১০৬টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১৬টি। মার্চ/২৩ মাসে মাদক মামলার সংখ্যা ৩৬টি, মাদক মামলায় উদ্ধার গাঁজা ৬৯ কেজি, ফেন্সিডিল ৪১৩ বোতল, স্ক্যাফ ৩২ বোতল, ইয়াবা ৫৪ পিচ, ট্যাপেন্ডাডল ৯৫পিচ, বিদেশী মদ ১ বোতল, হিরোইন ১০ গ্রাম। জিডিমুলে মাদক উদ্ধার গাঁজা ১৫ কেজি, ফেন্সিডিল ৪০ বোতল। মাদক মামলায় আসামী গ্রেফতার ৪০ জন। নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ২৫জন। সর্বমোট গ্রেফতার ৬৫ জন। ওয়ারেন্ট তামিল ১২২টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ২১টি। মোট মাদক মামলার সংখ্যা ১৫৫টি, মাদক মামলায় মোট উদ্ধারের পরিমান গাজা ৩১৫ কেজি, ফেন্সিডিল ১৫০২ বোতল, স্ক্যাপ ৩২ বোতল, ইয়াবা ৩২৬৭পিচ, ট্যাপেন্ডাডল ২৪৫পিচ, বিদেশী মদ ৮বোতল, হেরোইন ২৪গ্রাম। জিডিমুলে মোট মাদক উদ্ধার গাঁজা ৩ কেজি ২শ গ্রাম, ইয়াবা ১১৪পিচ, ফেন্সিডিল ৪৩ বোতল, স্ক্যাফ ৪ বোতল, বিদেশী মদ ৬ বোতল। মাদক মামলায় মোট আসামী গ্রেফতার ২১৪জন। নিয়মিত মামলায় মোট আসামী গ্রেফতার ২৬৮জন। অন্যভাবে মোট আসামী গ্রেফতার ১৭ জন। সর্বমোট আসামী গ্রেফতার ৪৯৯ জন। সর্বমোট ওয়ারেন্ট তামিল ৯৯৯টি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল ১৫২টি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com