নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়ন কতৃক আয়োজিত নোয়াখালী-১ আসন সংসদীয় আসন ২৬৮ থেকে (চাটখালী-সোনাইমুড়ী) নোয়াখালী-২ সেনবাগ সংসদীয় আসন ২৬৯ এ স্থানান্তরের আবেদনের বিরুদ্ধে ভিক্ষুভ মিছিল ও মানববন্ধনের সাথে এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে সোমবার সকাল ১০ টায় এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। ১৫/০৫/২০২৩ইং, সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারের মহাসড়কে সর্বস্তরের বজরা বাসীর উপস্থিতিতে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণ বলেন, বজরা ইউনিয়নকে নোয়াখালী ১ আসন ২৬৮ থেকে (চাটখিল-সোনাইমুড়ী) নোয়াখালী সেনবাগ আসন ২৭৯ হস্তান্তরের আবেদনের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে। এলাকাবাসী জানান, আমরা আমাদের মৌলিক অধিকারের দাবিতে আমরা সকলেই দলমত ও ধর্ম আমরা সবাই বজরা বাসী আমরা কোনদিনও সেনবাগ আসনে যাবনা এই দাবিতে আমরা সফল হওয়ার আগ পর্যন্ত আমরা ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাব। মাননীয় প্রধান নির্বাচন কমিশন (সি.ই.সি) আমরা নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী নির্বাচনী আসন-২৬৮ তে গত ৩টি জাতীয় নির্বাচন এ ছিলাম ভবিষ্যতে আমরা নোয়াখালী-১ এ থাকতে চাই ৭নং বজরা ইউনিয়ন বাসির এই প্রানের দাবি। মানববন্ধন শেষে, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন সংসদীয় আসন বিভক্তি না করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবি জানাচ্ছি বজরা ইউনিয়নবাসী।