বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

পটিয়ায় ৩৬টি গাড়ি আটক ২ লাখ টাকা জরিমানা

আ ন ম সেলিম (পটিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

চট্রগ্রামের পটিয়ায় কিশোর গ্যাং, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ’র নির্দেশে পটিয়া থানা পুলিশ ও পটিয়া ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে কাগজপত্র বিহীন ৩৬ টি গাড়ি আটক, ১৪ টি মামলা সহ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সারাদিন ব্যাপী পটিয়া থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ টিম গুরত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচলানা করে। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার, ট্রাফিক ওসি হাবিব হাসান ও ওসি তদন্ত সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে পটিয়া থানায় অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় কিশোর গ্যাংয়ের বেপরোয়ার বিষয়টি সামনে আসে। ওই সভায় উপস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ পটিয়ায় কাগজপত্র বিহীন মোটর সাইকেল সহ অন্যান্য অবৈধ যানবাহন আটকের বিশেষ নির্দেশ দেন। জানা যায়, পটিয়ায় বেপরোয়া হয়ে উঠে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র হাতে দল বেঁধে চলা, অলিতে গলিতে মোটর সাইকেল শোডাউন দিয়ে আতঙ্ক সৃষ্ঠি করা, পথেই প্রকাশ্যে কাউকে কুপিয়ে জখম করা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ৩০ জানুয়ারী কিশোর গ্যাংয়ের লিডার ছাত্রলীগ নেতা সোহেল দিনদুপুরে প্রকাশ্যে চুরিকাঘাতে খুন করে পটিয়া পৌর সদরের আবদুল মান্নান নামের একজনকে। এ ঘটনার সাড়ে তিন মাস পার হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কিশোর গ্যাং লিডার সোহেলকে গ্রেফতার করতে পারেনি। মূল আসামী ধরাছোয়ার বাইরে থাকার কারনে পটিয়ার সাধারন মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে পটিয়ায় কিশোর গ্যাং, ছিনতাই সহ নানা অপরাধ রুখতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। যারা অলিতে গলিতে মোটর সাইকেল শোডাউন দিয়েছে তাদের তালিকা করা হচ্ছে। যারা এসব কিশোর গ্যাংদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে তাদেরকেও নজরে আনা হচ্ছে। শেল্টারদাতারা যে যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পটিয়া ট্রাফিক পুলিশের ওসি হাবিব হাসান জানান , পটিয়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। তার মধ্যে অবৈধ কাগজপত্র হেলমেট বিহীন মোটর সাইকেল, সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। আর এসব যানবাহনে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে। দিনব্যাপী এ অভিযানে আমরা কাগজপত্র বিহীন ৩৬টি গাড়ি আটক, ১৪টি মামলা দিয়ে প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় করেছি। এ অভিযান আগামী ঈদুল আজহা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com