বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

কালিয়াকৈর এল গ্রীষ্মের রসালো ফল লিচু, দাম একটু বেশি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজারে উঠেছে বিভিন্ন জাতের লিচু। গ্রীষ্মের রসালো ফল হিসেবে দাম বেশি। মৌসুমের এই মিষ্টি ও রসালো হলেও অনেকটা লিচু টক মিষ্টি স্বাদের। দেশি জাতের ১০০ টি লিচু ব্যবসায়ীরা বিক্রি করছে ৪০০/৪৫০ টাকা, আর ছোট আকৃতির লিচু বিক্রি করছে ৩৫০/৩২০/৩০০ টাকা। তবে লিচুর দাম বেশি হওয়ার কিনতে পারছেনা অনেকেই। তবে উপজেলার কালিয়াকৈরে বাজারে, বোডঘর, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক, ভান্নারা, চন্দ্রা, ছাড়াও বিভিন্ন বাস টার্মিনালে, সড়কের দুইপাশে বাহারি এ ফলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে লিচু বছরের প্রথম ফল হিসেবে বেশি দামে কিনছে ক্রেতারা। ক্রেতা একলাস উদ্দিন জানান, লিচুর দাম বেশি ৫০ টি লিচু কিনলাম ১৭০ টাকা দিয়ে। লিচুর আকৃতি ছোট। ক্রেতা সোহেল রানা জানান, লিচু দেখে পছন্দ হয় না। তবুও বাচ্চাদের জন্য কিনলাম ১০০ লিচু ৪০০ টাকা। ক্রেতা মালতী মন্ডল জানান, মৌসুমের ফল লিচু। বড় লিচু বাজারে খুঁজলাম পেলাম না, তাই মাঝারি আকৃতির লিচু কিনলাম ৩৫০ টাকন দিয়ে ১০০ পিস। ব্যবসায়ী আলম জানান, লিচু কিনতে হয় বেশি টাকা দিয়ে । তাই আমাদের বিক্রি করতে হয় বেশি। তবে গত বছরের তুলনায় ক্রেতা কম। ব্যবসায়ী নয়ন জানান, লিচুকে অতিথি ফল বলা হয়, কারন এ ফল বাজারে সবোচ্চ এক মাস হতে দেড় মাস থাকে। তবে এবছর বৃষ্টি কম হওয়ার কারনে ফলন অনেক কম, দাম বেশি। তবে বজারে পুরোপুরি দিনাজপুর, রাজশাহীর লিচু বাজারে আসলে দাম একটু কমবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com