ক্যামিকেল/কার্বাইড দিয়ে ফল পাকানো বন্ধের দাবীতে মানববন্ধন করেছে কারিতাস বাংলাদেশ উদ্যম প্রকল্প। বৃহস্পতিবার দুপুরে সাভারের ডেনমার্ক কামাল গার্মেন্টস রোড এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিারোধী শ্লোগান লেখা ফেস্টুন, ক্যাপ এবং পরিধান করেন। মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও, আগষ্টিন মিন্টু হালদার, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম, হাজী আব্দুল আজিজ, সোনিয়া অধিকারী, মীম, ২নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আবু সাইদ, মোকাব্বের হোসেন মিঠু, স্বেচ্ছা সেবক রিয়াজ, ববিতা কর্মকার, রুমা, কুলসুম, পিংকী শিল্ড এর নির্বাহী পরিচালক মো: মাহবুব আলম ফিরুজ, পল্লী ও পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকিকুজ্জামানসহ স্থানীয় জনগন, শহিদ তিতুমীর স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। মানববন্ধন শেষে ডেনমার্কেট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এসময় বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিক ভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কেমিক্যাল দিয়ে ফল পাকানো এবং খাদ্যে ভেজাল করে যারা, দেশের শত্রু তারা। ভেজাল খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। সেই সাথে ভেজাল খাদ্য তৈরীতে সম্পৃক্তকারীদের কোনক্রমে যেন ছাড় দেওয়া না হয় বক্তারা প্রশাসের প্রতি সে আহব্বান জানান।