নড়াইলের কালিয়ায় সারাদেশের ন্যায় পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ। সেবা সপ্তাহ উপলক্ষে ২২ মে সকাল দশটায় কালিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য একটি রেলি কালিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিয়া উপজেলা ভূমি অফিসে এসে শেষ করে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ পদ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান,পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান,হামিদপুর ইউপি চেয়ারম্যান পলি বেগম,পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মল্লিক সহ সকল ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ। এবছর ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত। জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরিন জাহান জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ থেকে এই কর্মসূচি চলবে। তিনি আরো জানান, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেওয়া হবে।কোন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা।