বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কিভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে -জাপা মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

বরিশালে ডুবন্ত নৌকায় কেউ উঠবে না

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর শাহাজালাল স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠক করেন। এসময় বরিশালের জন্য বর্তমান সরকারের মনোনীত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, একই পানির গ্লাস বদল করেছেন এই সরকার, এরা উন্নয়ন করবে না। ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী তিনি আপনাদের সাধারণ মানুষের পকেটের টাকা, কলা বেচা টাকা, মুরগী বেচা টাকা, গরু বেচা টাকা দিয়ে আসেন। তা দিয়ে গাড়ি, বাড়ি, সম্পত্তি করেছেন। তিনি আপনাদের কিভাবে উন্নয়ন করবেন। তিনি গত তিন মাস পূর্বে নিজ ভোট সিটিতে নিয়ে আসেন এবং অন্যের বাড়ি নিজের দেখিয়ে বরিশাল সিটিতে নির্বাচন করবেন। এতোদিন চরমোনাই খেয়েছেন, এখন বরিশাল সিটি খাবেন। আপনারা আমাদের পাশে থাকুন। আমি নির্বাচিত হলে যুব সমাজের জন্য কাজ করবো। বরিশালকে আইটি সিটি হিসাবে গড়ে তুলবো। আইটির মাধ্যমে বেকার যুব সমাজের অনেক কর্মসংস্থান হবে। এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি চেয়াররম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর শাখার সদস্য সচিব এ্যাড : এম এ জলিল, যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মোঃ মোরশেদ ফোরকান, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মহানগর কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি, সদস্য বাবু ননী গোপাল, মোঃ ডালিম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ আলম, হাফিজা আক্তার রিমি, লামিয়া, সঙ্গীতা দাস, শিমু আক্তার। পরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে ইকবাল হোসেন তাপস আরোও বলেন একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করবেন তিনি তাই সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন লাঙ্গলের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, এস এম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, হাফিজা আক্তার রিমি, তানিয়া আক্তার, লামিয়া, মোঃ ইউনুস। বরিশালের ডুবন্ত নৌকায় আর কেউ উঠবে না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। মির্জাগঞ্জ ও নাজিরপুরের উপ নির্বাচনেও নৌকা ডুবে গেছে।জনগণ ভোট দিতে পারলে কোন ভুল সিদ্ধান্ত নেবেনা।বিগত ১৫ বছর বরিশালের ভোটারা ভোট দিতে পারিনি। এবার সুযোগ পেলে ভোটের বাক্স লাঙ্গলে ভোরে যাবে। শুক্রবার বরিশাল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ শেষে সংবাদকর্মীদের সামনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর সাহায্য নিয়ে বরিশালের সন্মানিত নাগরিক ও সাংবাদিক ভাই বোনদের নিয়ে এগিয়ে যেতে চাই। আমার কালোটাকার পাহাড় নেই আছে বুকভরা সাহস ও ভালোবাসা। গুন্ডা আর মস্তানির রাজনীতি আমি করিনা। মানুষের রাজনীতি আমি করি,মানুষের পাশে থাকতে চায়। আগামী ১২জুন আপনারা আমার সাথে থাকুন।আমি আপনাদের কর্মচারী ও সেবক হিসেবে কাজ করতে চায়। পরে নগরীর মতাসার আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীং পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এসময় তিনি ভোট লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com