মানিকগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হাইওয়ে ক্যাফে রেস্তোরায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব মানিকগঞ্জ জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সিভিল সার্জন প্রতিনিধি ডা. মোঃ ওয়ালী উল্লাহ খান, যক্ষা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা কাদের রিশাদ, মেডিকেল অফিসার ডা. নাবিলা চৌধুরী, নাটাবের কমিউনিকেশণ অফিসার বিচিত্র চন্দ্র দাস, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির, নাটাব জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিন বক্তব্য রাখেন। সভার সাবিক সহযোগীতা করেন নাটাব কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহীন। মত বিনিময় সভায় জেলার এস, কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন। সভায় যক্ষা রোগের লক্ষণ, যক্ষা প্রতিরোধের উপায়, বাংলাদেশের যক্ষা রোগের পরিস্থিতি, বিনামূল্যে যক্ষা রোগের পরীক্ষা ও যক্ষা রোগের চিকিৎসার প্রাপ্তি স্থান সম্পর্কে আলোচনা হয়। যক্ষা একটি জীবাণু ঘটিত সংক্রামক রোগ। একনাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিযয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। সভায় শিক্ষকরা বলেন, যক্ষা প্রতিরোধে শিক্ষার্থী সহ আশপাশে মানুষের মাঝে যক্ষা প্রতিরোধে গণসচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবেন।