রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

বরিশালকে সারা দেশের উন্নয়নের সাথে সামিল করতে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান-খোকন সেরনিয়াবাত

বরিশাল বুরো
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রিয় সংস্থা। এটা মানুষের কল্যানে কাজ করে। অথচ বরিশাল সিটিতে রাস্তা, ড্রেনেজ, পানি ও মশার সমস্যা চরম আকার ধারন করেছে। প্রধানমন্ত্রী বরিশালবাসীর জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমাকে নির্বাচিত করলে অঙ্গীকার করছি আপনাদের খেদমত করবো। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। সিটি কর্পোরেশনের পরিসেবা বৃদ্ধি করা হবে। শুক্রবার (২৬ মে) বরিশাল নগরীর রূপাতলীস্থ হাউজিং স্টেট জামে মসজিদে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিক উদ্বোধন পূর্ববর্তী মুসুল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন আসন্ন সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্øাহ (খোকন সেরনিয়াবাত)। মসজিদের খতিব এর বয়ান শেষে নামাজের পূর্বে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রূপাতলী হাউজিং এর সড়কের করুন দশা প্রমান করে বরিশালে গত ১০ বছরেও কোন উন্নয়ন হয়নি। নির্বাচীত হতে পারলে শুধু এই সড়কই নয় বরিশালকে গড়বো নতুন ভাবে। আর সেজন্য আগামী ১২ জুন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে উন্নয়ন করার সুযোগ চান আওয়ামীলীগের এই প্রার্থী। তিনি সকলের কাছে দোয়া চান। নামাজ শেষে তিনি প্রচারনার আনুষ্ঠানিকতা শুরু করেন। এসময় সারাদেশের উন্নয়নের সাথে বরিশালকে সামিল করতে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। এর আগে খোকন সেরনিয়াবাত নগরীর সাগরদী মাদ্রাসা সংলগ্ন এলাকায় নৌকা মার্কার ২৪ নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, আগামী ১২ জুনের নির্বাচন সবাই সম্মিলিতভাবে সম্পন্ন করতে হবে। সকাল থেকে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মশিউর রহমান খান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান শরিফ, যুবলীগ নেতা আবুয়াল হোসেন অরুন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি মঈন তুষার, মহানগর যুবলীগ নেতা মোঃ রোমান ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজমুল হুদাসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের সম্মান ফিরিয়ে দেওয়া হবে। সিটি করপোরেশন হবে সবার জন্য উন্মুক্ত। নগরীর অবহেলিত জনপদের রাস্তা ঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নৌকার এ প্রার্থী খোকন গণমাধ্যমে আরও বলেন, নগরবাসীর মাথার ওপর থেকে বর্ধিত হোল্ডিং ট্যাক্স ফি কমানো ও সিটি থেকে সব অনিয়ম দূর করা হবে। সিটির সব সমস্যা চিহ্নিত করে সবাইকে নিয়ে তা সমাধান করা হবে। বরিশালে সুপরিকল্পিতভাবে নগরায়ন করা হবে। অন্যদিকে সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারনার প্রথমদিন থেকে বরিশাল শহরে মেয়র থেকে নয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পোষ্টারে সাজ সজ্জায় পরিনত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com