বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

নিরপেক্ষ নির্বাচন হলে নোয়াখালীতে একটি আসনও পাবেনা আওয়ামী লীগ-ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ দুইবার ক্ষমতায় গিয়েছিল। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না। তত্ত্বাবধায়ক সরকার আসলে আওয়ামী লীগের এতো ভয় কিসের, বলুক তারা।জনাব খোকন আরো বলেন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ভোট হয়, নোয়াখালীতে একটি আসনও আওয়ামী লীগ পাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে। যদি এ সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে আগামীতে আন্দোলনের যে নতুন কর্মসূচি আসবে সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করে গণতন্ত্রের বিজয় আনতে চাই গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তিনি পুলিশ, র?্যাব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জনাব খোকন বলেন ভাইয়েরা আওয়ামী লীগের দলীয় হয়ে সরকারের গণবিরোধী কোনো কাজ করবেন না। যদি আওয়ামী লীগের নির্দেশে দলীয়ভাবে কাজ করেন, অনুরোধ করে বলবো আমেরিকার স্যাংশনের বিষয় তো জেনেছেন ডিসি, এসপি, ইউএনও, ওসি সাহেবদেরও খবর আছে কিন্তু। আগামী নির্বাচনে শেখ হাসিনার অধিনে নির্বাচনে যাবেনা বিএনপি।যদি দলীয় সরকারের অধিনে নির্বাচন হয় আওয়ামী লীগ দুই দিন আগেই ভোট নিয়ে নিবে। বীর মুক্তিযোদ্বা, সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির জাতীয় স্হায়ী কমিটির প্রভাবশালী সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব এর ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ গ্রামের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে এই সব কথা বলেন।উক্ত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মরহুম মওদুদ আহমেদকে তার আইনপেশার একজন শিক্ষক উপাধি দিয়ে তার কর্মময় জীবনের সৃতিচারণ করেন দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে।উপস্থিত দলীয় নেতা কর্মীরা মওদুদ আহমেদ কর্মময় জীবনের কথা স্মরন করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজম খান ভূঁইয়া আরো উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহীম,কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু,চরফকিরা ইউনিয়ন বিএনপির নেতা মোঃশাহজাহান মিয়া চর-পার্বতী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হুমায়ুন কবির সহ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com