মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

পৃথক ঘটনায় নিপুণ রায় চৌধুরী আহত, নোমানের গাড়ি ভাঙচুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

কেরানীগঞ্জের ও খাগড়াছড়িতে বিএনপির ওপর হামলা 
কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সূত্রে প্রকাশ,খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে আব্দুল্লাহ আল নোমানের গাড়ি।
জানা গেছে, খাগড়াছড়ির কলাবাগান এলাকায় জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিল আব্দুল্লাহ আল নোমান। এসময় তার গাড়ি নারিকেল বাগান এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় পার হলে দলটির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহমেদ বলেন, আমাদের পূর্ব নির্ধারিত জনসভায় যোগ দিতে আসার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করছি।
কেরানীগঞ্জের জিনজিরায় সমাবেশে ইট নিক্ষেপ, নিপুণ রায় আহত: কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত জনসমাবেশে দলটির পক্ষ থেকে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য জানান। মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমাবেশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।
তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হামলার পর আবারো বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com