বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

সারা দেশে সরকার পতনের আন্দোলন দানা বেঁধে উঠেছে-জুনায়েদ সাকি

শামীম আহমেদ আহমেদ :
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেন, সারাদেশে সরকার পতনের আন্দোলন দানা বেঁধে উঠেছে। বিরোধী দলগুলো আন্দোলন করছে বর্তমান সরকারের পদত্যাগ, অন্তরবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জন্য। সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা বদলের কার্যকর আন্দোলন গড়ে উঠতে শুরু করেছে। এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সরকার ভয় পাচ্ছে। জনগনের সভা, সমাবেশ করার সাংবিধানিক অধিকারকে আওয়ামী লীগ প্রতিহত করার হুমকি দিচ্ছে। তারা রাজপথে গুন্ডা বাহিনী দিয়ে ফ্যাসিবাদি কায়দায় আন্দোলন দমন করতে চায়? আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। এখন তারা মিথ্যা প্রচারনাসহ নানা রকম ভয়ভীতি দেখিয়ে সরাসরি পুলিশ ও গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে জনগণের ওপর সন্ত্রাসী তৎপরতা চালাতে চায়। এগুলো হচ্ছে পতনের আগ মুহুর্তের লম্ফঝম্প। এই লম্ফঝম্প বেশিদিন টিকবে না। জনগণ যখন রাজপথ দখলে নিবে এই স্বৈরাচারী শক্তি পালাতে বাধ্য হবে। আমাদেরকে সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এই স্বৈরাচারী সরকার দেশের ১৪ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে লুটপাটের স্বগরাজ্য পরিনত করেছে। ক্ষমতাকে জমিদারি বানিয়ে এমন লুটপাট করেছে যাতে মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। প্রতিদিন মানুষের পকেট কাটা যাচ্ছে। কোন কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম ৩০০ ভাগ পর্যন্ত বৃদ্ধ পায়েছে। এসবের ওপর সরকারের ন্যূনতম কোন নিয়ন্ত্রণ নাই। সরকার নিজেই সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে ক্ষমতা ছাড়ার আগে পালিয়ে যাওয়ার জন্য কিভাবে বিদেশে টাকা পাচার করা যায় সেই প্রস্ততি গ্রহন করছে। কাজেই এদের হাতে মানুষের জীবন নিরাপদ নয়। এরা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলছে। তারা নিজের গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা সেটা হতে দেব না। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ও শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো। গণমানুষের পক্ষের দল হিসবে আমারা সাধারণ মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করবো, রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর ঘটাবো। শনিবার (২৭ইমে) সন্ধায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণ সংহতির প্রথম জেলা সম্মেলন উপলক্ষে বরিশাল জেলা গণ সংহতির আয়োজনে জেলা আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলর সভাপতিত্বে ও ১ম বরিশাল জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন এছাড়াও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমি, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক- মজুর সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, ১ম বরিশাল জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ, গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলা কমিটির সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, কড়াপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক নূরজাহান বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি জাবের মোহাম্মদ, সহ-সভাপতি হাছিব আহমেদ। এর পূর্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক- মজুর সংহতি’র কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন। সমাবেশের পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি বেড় করে র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। উল্লেখ্য, দেওয়ান আবদুর রশিদ নীলু কে সমন্বয়কারী ও আরিফুর রহমান মিরাজকে নির্বাহী সমন্বয়কারী করে ৪ টি পদ খালি রেখে ১৯ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি নতুন করে ঘোষনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com