দেশের অর্থ দেশে রাখুন, নীলসাগরের পন্য কিনুন এই প্রতিপাদ্যকে ধারণ করে নীলসাগর গ্রুপ কনজ্যুমার প্রোডাক্ট এর লাখপতি অফারে নীলফামারীর বাণিজ্য মেলার স্টল থেকে পণ্য কিনে নিশ্চিত পুরস্কার হিসেবে ফ্রিজ জিতেনিয়েছেন নীলফামারী শহরের বাড়াই পাড়া এলাকার আবির হোসেনের মেয়ে সাবা মনি আক্তার(১১) নামে একটি মেয়ে শিশু।পুরস্কার পেয়ে শিশুটির বাবা আবির হোসেন জানান ভাবতেও পারেনি ৪০০ টাকার পণ্য কিনে একটি ফ্রিজ পাবো ধন্যবাদ নীলসাগর গ্রুপকে। পুরস্কার তুলে দেন নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব ও ব্যবস্থাপক নীলসাগর গ্রুপ আওরঙ্গজেব সুজন, নীলফামারী চেম্বার অব কমার্স এর সভাপতি শফিকুল আলম (ডাবলু)। চেম্বার অব কমার্সের সভাপতি শফিকুল আলম (ডাবলু) বলেন মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলায় নীলসাগর গ্রুপের কনজ্যুমার প্রোডাক্ট এর লাখপতি অফার ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে নীলসাগর গ্রুপের পণ্য প্রতিটি বাড়িতে প্রয়োজন। এর আগে নীলসাগর গ্রুপের পণ্য কিনে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, বাইসাইকেল সহ অনেক নিশ্চিত পুরস্কার জিতেছেন ক্রেতারা।
নীলসাগর গ্রুপের কনজ্যুমার প্রোডাক্টসের পন্য কিনে কুপনের সাথে এই পুরস্কার পাওয়ায় ক্রেতারা ধন্যবাদ জানায় নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিনকে। নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে কাজ করা নীলসাগর গ্রুপের উত্তরবঙ্গের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা রয়েছে। আমাদের লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধির সাথে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। এরই আলোকে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের উদ্যোগে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নীলসাগর কনজুমার প্রোডাক্টের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। নীলসাগর গ্রুপের পণ্য নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে আমাদের এ উদ্যোগ।