পিরোজপুরে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রুপান্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরচিালক ইকবাল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, রুপান্তর বরিশাল ক্লাষ্টারের মনিটারিং সমন্বয়কারী তানভীর মোশারেফ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্নাসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১২ জন অপরাজিতা, বিভিন্ন কমিটির ১০ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের মূল্যায়ন আমাদেরই করতে হবে। নারীদের মূল্যায়ন শুরু হয়েছে। আমরা সেই সাথে সবাই মিলে কাজ করবো। নারী তো আমার পরিবার ও সংসারের একটা গুরুত্বপূর্ণ অংশ। নারী অগ্রাধিকার আগে পাবে সেই লক্ষে নারী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।