শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কালীগঞ্জে বিভিন্ন এলাকা থেকে ২ কোটি টাকার গরু চুরি

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার খামার থেকে সম্প্রতি কয়েক মাসে প্রায় ২ কোটি টাকার দেড়শতাধীক গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। বুধবার বিভিন্ন এলাকায় গিয়ে জানাযায়, জাংগালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের গোলজার হোসেন খানের ২ টি, কবির মাস্টারের ২টি, আমির হোসেনর ৩ টিসহ সম্প্রতি আজমতপুর গ্রামের ইউপি সদস্য ফারুক খানের ২টি, মতিউর রহমানের ৩ টি, মামুন আকন্দের ৫টি, শহিদুল্লাহ্ মোল্লা ৩টি, খাইরুল ইসলাম শেখের ১টি, আবু তাহের খান ২টি, হাফিজুল্লাহ্ খান ২টি, রতন খান ২টি, বরাইয়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর খানের ১টি, সিরাজ খানের ২টি, সরিষারচালা গ্রামের রুবেল খানের ৪ টি, আল আমিন খান ৩টি, জাংগালিয়া গ্রামের আনোয়ার হোসেন খানের ২টি, আমানউল্লাহ্ পালোয়ানের ২টি, বাঙ্গালগাঁও গ্রামের সামসুদ্দিন ফকিরের ১টি, মোয়াজ্জেম হোসেনের ৪টি, মহসিনের ২টি, আফজাল ফকিরের ২টি, আলামিন আকন্দের ১টি, আলী হোসেনের ১টি, আলতাফ হোসেন রাজের ১টি, সারফুদ্দিন শেখের ১টি গরুসহ বিভিন্ন খামার থেকে প্রায় দেড়শতাধিক গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে দাবি করেছেন খামারীরা। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক গরু চুরির ঘটনা। যার ফলে নিঃস্ব হয়ে মনবেতর জীবন কাটাচ্ছেন খামারীরা। খামারী ও ইউপি সদস্য ফারুক খান বলেন, ৪ এপ্রিল রাত আড়াইটার দিকে আমার চাচা মতিউর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে বে-ধরক মারধর করে। পরে নিড়ব স্থানে নিয়ে গাছের সাথে হাত-পা বেঁধে রেখে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৫ টি গাভী নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। ভূক্তভোগী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খান বলেন, কিছুদিন পূর্বে আমার খামার থেকে প্রায় ৪ লক্ষ টাকার গাভী নিয়ে যায় চোরেরা। একাধিক ভুক্তভোগীরা বলেন- বর্তমান সময়ে গরু লালন-পালন করা অনেক কষ্টের ব্যাপার। সারাদিন কাজ করে রাত জেগে গরু পাহারা দিতে হয়। পুলিশের নিয়মিত টহল না থাকায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক চুরির ঘটনা। যা খামারিদের জন্য দুঃখজনক। আমরা অনেকই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছি। গরুর দুধ ও গরু বিক্রি করে সাবলম্বী হওয়ার আশায়। এখন আমরা নিঃস্ব হয়ে ঋণের বোঝায় দিশেহারা। তাই আইন শৃঙ্খলা বাহিনীর নজরধারীও কামনা করছেন খামারীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের, ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন- বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। আসামীদের ধরতে আপনাদের সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি। অপারাধিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com