বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

দাউদকান্দিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে তামাক নয় খাদ্য ফলান”প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১মে) দ্ুূপুরে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) তিনি বক্তব্যে বলেন, তামাকমুক্ত বিশ্ব গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, তামাক ব্যবহারে প্রতি বছর লাখো মানুষ মৃত্যুবরণ করে। তাই তামাক থেকে সবাই সুরক্ষিত থাকতে হবে। আলোচনা শেষে তামাক বিরোধী একটি র?্যালী উপজেলা চত্ত্বর থেকে পৌরসভার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়াম্যান রোজিনা আক্তার, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার শাহজাহান উপজেলা কৃষি কর্মকর্তা বিপুল হোসেন, মাধ্যমিক কর্মকর্তা একেএম ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com