আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীক প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশাল উন্নয়নে নির্বাচনী ৩০ দফা ইস্তেহার ঘোষনা করেছেন। রোববার (৪ই জুন) সকাল ১০টায় বরিশাল ক্লাব মিলনায়তন ২য় তলায় লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী ইস্তেহার পাঠ করার মধ্যে ঘোষনা করেন। প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইস্তেহারে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন উৎপাদনমূর্খী মেগা সিটিতে পরিনত করা, সিটি কর্পোরেশনের ব্যাবস্থপনায় বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং মেডিকেল বর্জ ব্যবস্থপনায় আধুনিকরন করা, কর্পোরেশনের উন্নয়নমূলক নির্মাণকাজে আহবান করা দরপত্রে ১০০% স্বচ্ছতার নিশ্চতা প্রদান, শহরের ঐতিহ্যবাহী খালগুলো উদ্ধারের পাশাপাশি খাল খনন ও সংস্কার করে পূনরুদ্ধার সহ দু’পাড়ে সৌন্দর্য্য বর্ধন ও ফুটপাত নির্মাণ সহ জনসাধারনের হাটার রাস্তা নির্মান করা, পানি নিস্কাশন ব্যবস্থা আধুনিকী করণ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা, নগরীতে মা-বোন ও শিশুদের জন্য স্বাস্থ্য সু-রক্ষায় আধুনিক হাসপাতালের মাধ্যমে চিকিৎসা ব্যাবস্থা আধুনিকীকরন, প্রতিটি পাড়া-মহল্লায় রাতে পাহারার ব্যবস্থার মাধ্যমে এলাকাবাশীর নিরাপত্ত নিশ্চিত করা, কর্পোরেশনের ব্যবস্থপনায় নগরীতে ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা, সিটি কর্পোরেশনের ব্যবস্থপনায় আধুনিক কম্পিউটার কারিগড়ি প্রতিষ্ঠান তৈরী করে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে আউট সোসিং কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরন, নগরের গুরুত্বপূর্ণস্থানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃর্তিস্তম্ভ নির্মাণ করা,প্রতিটি ওয়ার্ডে সাংস্কৃতিক ক্লাব ও খেলার মাঠ প্রতিষ্ঠা করা সহ স্কুলসমূহে শিশুদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করা, নগরীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা ও সিটি কর্পোরেশনের অন্তগত অনুন্নত কলোনী বা বাস্তহারা বাসিন্দাদের সকল প্রকার নাগরিক সুবিদার আওতায় আনা হবে বলে একই ধরনের উন্নয়নের ধারা বজায় রেখে ৩০টি দফা ইস্তেহার পাঠের মাধ্যমে তিনি উল্লেখ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, লাঙ্গল প্রতীকের সহধর্মীনি ইসমত আরা তাপস সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় তিনি গণমাদ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা প্রতিপক্ষ নৌকার হয়ে কাজ করার অভিযোগ তোলেন। এছাড়া সরকারী দলের নৌকা প্রতীকের সমর্থক কর্মীরা নির্বাচন আচরনবিধি লঙ্গন করে চলছে তাদের বেলায় অভিযোগ দিয়েও আমি কোন ভাল ফলাফল প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে পাই নাই, উল্টা আমাদের প্রচারনা কাজে বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এসময় তিনি আরো বলেন, আমাকে আল্লাহতালা অনেক দিয়েছে যা এখন আমার সব লাগে না। আমি মাত্র সাড়ে তিন হাত মাঠির ও কাফনের চিন্তা করি। আমি কোন দূর্নীতি করব না কোন দূর্নীতিকে প্রশ্রয় দেব না। সংবাদ সম্মেলনে ইলেক্টনিক্স মিডিয়া, জাতীয় প্রিন্ট মিডিয়ার ব্যুরোচিফ, স্থানীয় প্রত্রিকা সহ বিভিন্ন অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।