দেশের জনপ্রিয় ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ উপলক্ষে দেশব্যাপী বর্ষপুর্তির নানান আয়োজনের মধ্যে ৬ জুন (মঙ্গলবার) সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্েযাগে চৌহালী উপজেলার খারিজিয়া হাফেজিয়া মাদ্রাসার একঝাঁক কোরানের পাখি, হাফেজে কোরআন শিশু-কিশোরদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে বর্ষপুর্তির আনন্দক্ষণটি উদযাপন করা হয়েছে। যায়যায়দিন চৌহালী প্রতিনিধি ও চৌহালী ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো: রোকনুজ্জামান রকুর সভাপতিত্বে ও রমিউজ্জামান লুৎফর এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের বর্ষপুর্তি অনুষ্ঠানে হাফেজে কোরআন শিশু-কিশোর ও ওলামায়ে কেরামগণ যায়যায়দিন পরিবার, সকল কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধি, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, পত্রিকা এজেন্ট, পত্রিকা বিক্রেতা ও শুভাকাঙ্খীদের জন্য বিশেষ দোয়া মুনাজাত করেন। বিশেষ করে যমুনায় অসময়ে ভাঙ্গন থেকে রক্ষায় দোয়া কামনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মুনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন খারিজিয়া মাদ্রাসার মহতামিম মাওঃ মোঃ বেল্লাল হোসেন সিরাজী। এমন আয়োজনে অতিথিবৃন্দ যায়যায়দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আর এদিকে যায়যায়দিনে প্রতিষ্ঠা বার্ষিকীতে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব, প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহীর অফিসার ইউএনও মোহাম্মদ সাইফুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম ও গণমাধ্যমকর্মী ইমরুল হাসান সিকদারসহ অনেকেই।