বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

নান্দাইলের কৃতি সন্তান বিশ্বনাথে শ্রেষ্ঠ শিক্ষার্থী

আল-আমিন কাজল (নান্দাইল) ময়মনসিংহ :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিশ্বনাথে দ্বিতীয় বার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল হাসান নবীন। উপজেলা পর্যায়ে শিক্ষাঙ্গনে বিভিন্ন শ্রেষ্ঠত্ব বাছাই পর্বে জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় বার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, কবিতা রচনা, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, বিজ্ঞান প্রজেক্ট, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার, সৃজনশীল মেধা অন্বেষণ শেখ রাসেল দিবস এবং বিজয় ফুলসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তার অর্ধশতাধিক সার্টিফিকেট ও ক্রেস্ট রয়েছে তার। ওই শিক্ষার্থী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের শিক্ষক, কবি, সংগঠক এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার আবদুল হান্নান ইউজেটিক্স এবং কোহিনূর আক্তার নীলার একমাত্র পুত্র।
শিক্ষার্থীর বাবা কবি আব্দুল হান্নান ইউজেনিক্স বিশ্বনাথ সদরে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) পদে কর্মরত। উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ খ্রিস্টাব্দে তার পিতা কবি আবদুল হান্নান ইউজেটিক্স হয়েছিল বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং আব্দুল্লাহ আল হাসান নবীন হয়েছিল শ্রেষ্ঠ শিক্ষার্থী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com