ময়মনসিংহের তারাকান্দায় “এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবেনা” উদ্বুদ্ধকরণের লক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠানের মূল উপস্থাপন করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফামিদা সুলতানা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো: জোবায়ের হোসেন। মত বিনিময় সভা শেষে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারিবারিক পুষ্টি বাগান করার লক্ষে বিভিন্ন জাতের গাছের চারা ও বীজ বিতরণ করা হয়। জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা” এ স্লোগান বাস্তবায়নে কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা ফুল বাগান ও সবজি চাষের সাথে শৈশব থেকে পরিচিত হলে আগামী দিনেও তারা তাদের ব্যক্তি জীবনেও এ চর্চা অব্যহত রাখবে। বৈশ্বিক সংকটেও আমাদের খাদ্যে সমস্যা হবে না। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও উক্ত অনুশীলন ইতিবাচক প্রভাব রাখবে। চাষযোগ্য জমি অনাবাদি ফেলে রাখা যাবে না।