বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাবো -মীর মোশারফ হোসেন

দাউদ রানা (চৌহালী) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

সিরাজগঞ্জ-৫ চৌহালী-বেলকুচি আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী ও জনগনের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মীর মোশারফ হোসেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ফুলহারা, হাটঘোরজান, গোশাইবাড়ি ও চৌয়াল বাজারে পথসভা করেন তিনি। ঢাকা বানানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মীর মোশারফ হোসেন বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি বিশ্বাসী। স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।তিনি আরও বলেন, আমি সিরাজগঞ্জ ৫ আসনে মনোনয়ন প্রত্যাশি, আমি চৌহালী-বেলকুচি মানুষের জন্য কাজ করে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে এই আসনটি তাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তিনি বলেন, রাজনীতিতে আমার কোন চাওয়া পাওয়া নেই একুশে আগষ্টের গ্রেনেড হামলায় আমি আহত হয়েছিলাম আল্লাহ পাক আমাকে বাচিয়ে রেখেছে এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময়। যতোদিন আমি বেঁচে আছি আমি মানুষের সেবা করে যাবো আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেখানো পথে হাাটবো। এসময় বনানী থানা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম আজম, বেলকুচি সরকারি কলেজের প্রভিপি জাহিদ হাসান মশরু, বেলকুচি পৌর- আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কালাম মন্ডল, উপজেলা আ.লীগের সদস্য আঃ বারী, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রাজিব সিদ্দিকী, সম্পাদক রুবেল রানা, যুবলীগের সম্পাদক হাসান মূন্সি উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com