বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

নলডাঙ্গায় হলদে পাখির গাইডদের মাঝে গাছের চারা বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ র্গাল গাইড এসোসিয়েশনের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারনে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি গাইড সদস্যদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সানা উল্লাহ। বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির, মজিবর রহমান, বাংলাদেশ র্গাল গাইড এসোসিয়েশন নলডাঙ্গা উপজেলা শাখার কমিশনার ফেরদৌ বেগম, সাধারন সম্পাদক মাহবুবা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারনের বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com