সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, কবরস্থান সহ বিভিন্ন জায়গায় হাজী মুসা ফাউন্ডেশনের উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা সহ নানা মানবিক কাজ চলমান রয়েছে। পূর্ব চর কৈজুরী মোশারফিয়া কওমি মাদ্রাসা এবং রিজিয়া হোসেন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসা, মসজিদ এবং মহিলা মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে হাজী মুসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উক্ত মাদ্রাসাটি তানজিম বোর্ড কর্তৃক পরিচালিত। লেখাপড়ার মান এবং ফলাফলে সন্তুোষ প্রকাশ করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও মুসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উক্ত প্রতিষ্ঠানগুলো হাজী মুসা ফাউন্ডেশন এর অর্থায়নে প্রায় পুরোটাই পরিচালিত হয়ে আসছে। গুপীয়াখালী মসজিদের জায়গা, গুপিয়াখালী কবরস্থানের জায়গা, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা, কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জায়গা হাজী মুসা ফাউন্ডেশন কর্তৃক দানকৃত। এছাড়া করোনা বন্যা প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান শীতবস্ত্র প্রদান নদী ভাঙ্গন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এতিম ছাত্রছাত্রীদের লেখাপড়া, পঙ্গু অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা চিকিৎসা মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান বিধবা, বয়স্ক ব্যক্তি, স্বামী পরিত্যক্ত ব্যক্তি, খেলাধুলা, সুপেয় পানির জন্য টিউবয়েল ও সেনিটেশন ব্যাবস্থা সহ নীরলস ভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। হাজী মুসা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যমুনা থ্রেড-ঢাকা বাংলাদেশ ও যমুনা ট্রেডিং কর্পোরেশনের সিইও এবং সিরাজগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর জেনারেল সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, হাজী মুসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়িয়ে মানবিক কাজগুলো করে যাচ্ছি। আমরা এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখবো। হাজী মুসা ফাউন্ডেশন জনকল্যাণে কাজ করে যাবে।