মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম এমপি বলেন, আমি ঘুষ দুর্ণীতি করিনি, আমি আমার নীতিতে অটুট। আমি দায়িত্ব পাওয়ার পরে দেশে ভয়াল মাহামারী করোনায় উন্নয়নের সকল কাজ ২ বছরের মত স্থবির হয়ে পরে। এমনকি দেশের আয়ও কমে গেছে, প্রায় আড়াই বছর হলো আমার উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে, তাতে আমার নির্বাচনী এলাকা দীর্ঘকালের অবহেলিত, অনুন্নত নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদে আমি সাড়ে চার বছরে ২৯৬ কিলোমিটার রাস্তা পিচ ঢালাই দিয়েছি। ১২৮টি ব্রীজ সম্পন্ন করেছি, ৭৭১টি আরসিসি কালভার্ট করেছি ৮৩টি জরাজীর্ন প্রাইমারী ভবন পুন:নির্মান করেছি, ২০ টি সাইক্লোন শেল্টার নির্মান করেছি, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সাহায্য সহযোগীতা করেছি। প্রধানমন্ত্রী পদ্মা সেঁতু করে দিয়েছেন, ফলে যেখানে ৮ ঘন্টা লাগত ঢাকা যেতে এখন আড়াই ঘন্টা লাগে। আমাদেরে এ দক্ষিণ অঞ্চলে বেকুটিয়া সেঁতু, পাটগাতি সেঁতু কিছুই হত না যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসত, তাই আবার শেখ হাসিনা সরকারকে দরকার। শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যাকে ভালবাসেন নিশ্চই শেখ হাসিনা তার কথা বিবেচনা করবেন। আমি এমন কিছু করি নাই যে কারনে আমাকে বাদ দিবেন। আমি ঘুষ খাইনি, টেন্ডারবাজী করিনি, দূর্নীতি করিনি, ক্যাডার পালিনি, আস্ত্রবাজী করি নাই, চাঁদাবাজী করি নাই, শিক্ষক নিয়োগ বানিজ্য করি নাই, দপ্তরি নিয়োগে,পুলিশ নিয়োগে, সমাজ কল্যান, স্বাস্থকর্মী নিয়োগে টাকা খাইনি,ঠিকাদারদের নিকট হতে কমিশন নেইনি, আমাকে বাদ কেন দিবে, আর আমার পূর্বে যিনি প্রতিনিধিত্ব করেছেন ১০টি বছর, তিনি কি করেছেন তা দিবালোকের মত ষ্পষ্ট, এমনকি দূর্ণীতির মামলায় পরিবার সহ আসামী হয়ে কাঠগড়ায় দাড়িয়েছেন। আমার বিরুদ্ধে তো এমন কোন অভিযোগ আসেনি, তাই উপরে আল্লাহ্ নিচে শেখ হাসিনা, তিনি যে সিদ্ধান্ত নিবেন আমি তা মেনে নিব। পিরোজপুরের নাজিরপুরের চৌঠাইমহল বাস-বে স্থানে শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে শুক্রবার ৯ জুন বিকাল ৬ টায় উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, সেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মনিরুজ্জামান ্আতিয়ার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার চান প্রমূখ, এসময় নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাস, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া দিনের প্রথমার্ধে ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রানী সম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নাজিরপুর পিরোজপুরের তত্বাবধায়নে পরিচালিত স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রামের শুভ উদ্বোধন, শ্রীরামকাঠী ইউপি-কালিবাড়ী হাট সড়কে গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, শ্রীরামকাঠী ইউপি-সাতকাছিমা হাট সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন, টেকশই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুর উপ-প্রকল্পের খাল পূণঃখননের শুভ উদ্বোধন, চৌঠাইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।